আজকাল ওয়েবডেস্ক: আত্মসমর্পণ করার পরেও দুই ইউক্রেনীয় সেনাকে হত্যার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। কিয়েভের দাবি, আত্মসমর্পণ করলেও রুশ সেনারা নিরস্ত্র ইউক্রেনীয় সেনাদের কাছ থেকে গুলি করে হত্যা করেছেন। গুলি করার সেই ঘটনাটির একটি ভিডিও চিত্র ইতিমধ্যেই সমাজ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। খবর এএফপির।
গত শনিবার অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি গোপন একটি আস্তানা থেকে বেরিয়ে আসছেন। তাঁদের একজন দুই হাত ওপরে তুলে ধরেছেন। তাঁদের সামনে দাঁড়িয়ে আছেন একদল সেনা। কিছুক্ষণ পর গুলির শব্দ ও ধোঁয়া ওড়ার মধ্য দিয়ে ভিডিওটি হঠাৎ শেষ হয়।
ইউক্রেনের কর্মকর্তারা আত্মসমর্পণ করার পরও তাঁদের দুই সেনাকে রুশ সেনাদের হত্যা করার এই ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ বলছেন। তবে এ অভিযোগ নিয়ে রাশিয়া এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি।